রাঁচি, ২৭ এপ্রিল (হি.স.): অন্তর্বর্তী জামিন পেলেন না ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। শনিবার তাঁর অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিয়েছে বিশেষ পিএমএলএ আদালত। জমি কেলেঙ্কারির মামলায় অভিযুক্ত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে দিন অন্তর্বর্তীকালীন জামিন দেয়নি আদালত।
ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তাঁর কাকার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার জন্য আদালতের কাছে ১৩ দিনের অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছিলেন, যা শুনে আদালত তাঁকে জামিন দিতে অস্বীকার করেছে।