খাগারিয়া, ২৪ এপ্রিল (হি.স.): মোদীজির নেতৃত্বে ভারতের অর্থনীতি শক্তিশালী হয়ে এগিয়ে চলেছে। বুধবার বিহারের খাগারিয়ার এক নির্বাচনী জনসভায় এই দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। নাড্ডা বলেছেন, “এই নির্বাচন মোদীজির নেতৃত্বে একটি বিকশিত ভারতের সংকল্প পূরণের যাত্রা। কারণ, মোদীজি দেশের চরিত্র, রাজনীতির ধরন, রাজনীতির সংস্কৃতি এবং রাজনীতির সংজ্ঞা বদলে দিয়েছেন।”
নাড্ডা বলেছেন, “গত ১০ বছরে গ্রাম, দরিদ্র, শোষিত, বঞ্চিত, দলিত, নিপীড়িত, মহিলা, যুবক এবং কৃষকরা যে শক্তি পেয়েছে তা প্রধানমন্ত্রী মোদীজির নীতির কারণে।” নাড্ডা আরও বলেছেন, “আগে ইন্দিরা আবাস যোজনার অধীনে একটি পঞ্চায়েতে মাত্র ২টি বাড়ি পাওয়া যেত। কিন্তু, মোদীজি গত ১০ বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ৪ কোটি স্থায়ী বাড়ি তৈরি করেছেন এবং আগামী ৫ বছরে আরও ৩ কোটি বাড়ি দেওয়া হবে।” জে পি নাড্ডা আরও বলেছেন, “বিশ্বের অর্থনীতি এখন নিম্নগামী। কিন্তু মোদীজির নেতৃত্বে ভারতের অর্থনীতি দৃঢ়ভাবে এগিয়ে চলেছে।”