শিলিগুড়ি, ২১ এপ্রিল (হি.স.): খারাপ আবহাওয়ার কারণে বাগডোগরা থেকে উড়তে পারছে না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হেলিকপ্টার। তাই দার্জিলিং পৌঁছতে দেরি হচ্ছে। শনিবারই রাজ্যে পৌঁছে গিয়েছিলেন অমিত শাহ। শিলিগুড়ির হোটেলে রাতে ছিলেন তিনি। রবিবার সকালে বাগডোগরা থেকে হেলিকপ্টারে তাঁর দার্জিলিঙে পৌঁছনোর কথা। সকাল ১১টায় সভা শুরুর কথা থাকলেও এখনও তা শুরু হয়নি। দার্জিলিঙে পৌঁছতে পারেননি শাহ। খারাপ আবহাওয়ার কারণে তিনি বাগডোগরাতেই আটকে আছেন।
শাহের সভায় দার্জিলিঙের গোর্খা মাঠে জনসমাগম হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে অপেক্ষা করে আছেন জনগণ। সকাল ১০টা থেকেই তাঁরা সভাস্থলে বসে রয়েছেন। কিন্তু, খারাপ আবহাওয়ার কারণে অমিত শাহের কপ্টারকে ওড়ার অনুমতি দেওয়া হচ্ছে না। লেবংয়ের হেলিপ্যাডে নামার কথা তাঁর। কিন্তু এখনও তিনি শিলিগুড়িতে আটকে।