বাসন্তী, ২০ এপ্রিল (হি.স.) : পুকুর পাড়ে খেলতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার চরাবিদ্যা গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর হেঁতালখালি গ্রামে। শ্রুতি সর্দার(৪) ও তাঁর বোন দিশানী সর্দার(৩) এদিন দুপুরে গ্রামের একটি পুকুর পাড়ে খেলা করছিল। কিন্তু দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করে। পুকুর পাড়ে দুই বোনের জুতো দেখে সন্দেহ হয় তাঁদের। পুকুরে নেমে খুঁজতেই দুটি শিশুর দেহ মেলে। তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শিশুদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ শিশুদুটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
2024-04-20