চেন্নাই, ১৯ এপ্রিল (হি.স.): তামিলনাড়ুর চেন্নাইতে ভোট দিলেন অভিনেতা রজনীকান্ত। শুক্রবার সকাল সকালই নিজের ভোটাধিকার প্রয়োগ করতে বুথে পৌঁছে যান তিনি। হাসিমুখে ভোট দিলেন অভিনেতা। শুক্রবার সকাল সাতটা থেকে শুরু হয় ভোটগ্রহণ, ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই চেন্নাইয়ের একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন তামিল সুপারস্টার রজনীকান্ত।
শুধুমাত্র রজনীকান্তই নন, এদিন তামিল চলচ্চিত্র জগতের কলাকুশলীরাও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এদিন সকাল সকাল ভোটাধিকার প্রয়োগ করতে বুথে পৌঁছে যান দক্ষিণের প্রথমসারির মেগাস্টাররা। সকাল সকাল বুথে গিয়ে ভোট দিলেন অভিনেতা ধনুষ। চেন্নাইয়ের এক বুথে ভোট দিলেন অভিনেতা কমল হাসানও। ভোটাধিকার প্রয়োগ করতে সকালেই বুথে পৌঁছে যান অভিনেতা অজিথ কুমার, বিজয় সেতুপতি, ইলিয়ারাজা, শরৎ কুমার, রাধিকা কুমার, শ্রীভাকার্থিকেয়ান, তৃষা কৃষ্ণন, কমেডিয়ান যোগী বাবু প্রমুখ।