জমি কেলেঙ্কারি মামলায় আরও ৪ জনকে গ্রেফতার ইডির

রাঁচি, ১৭ এপ্রিল (হি. স.): লোকসভা ভোটের মুখে আবার ৪ জনকে গ্রেফতার করল ইডি। জানা গিয়েছে, জমি কেলেঙ্কারির মামলায় জেএমএম নেতা অন্তু তিরকে, প্রিয়রঞ্জন সহায়, রিয়েল এস্টেট ব্যবসায়ী বিপিন সিং এবং ইরশাদকে গ্রেফতার করেছে ইডি।

জানা গিয়েছে, তাদের বাড়িতে অভিযান চালানোর পরে মঙ্গলবার গভীর রাতে তাদের রাঁচিতে ইডি অফিসে আনা হয় এবং পরে তাদের গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, জমি কেলেঙ্কারির অভিযোগে নতুন করে চারজনকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এই নিয়ে জমি দুর্নীতিকাণ্ডে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮।

প্রসঙ্গত, এর আগে হেমন্ত সোরেন মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরই ইডি তাকে গ্রেফতার করে এই মামলায়।