চুরি যাওয়া স্বর্ণালংকার সহ তিন কুখ্যাত চোর পুলিশের জালে

আগরতলা, ১৫ এপ্রিল : চুরি যাওয়া স্বর্ণালংকার সহ তিন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ।তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।

জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত কিছুদিন আগে ধলেশ্বরের বাসিন্দা অমিত চক্রবর্তীর বাড়িতে চোরের দল হানা দিয়েছিল। হানা দিয়ে স্বর্নালংকার নিয়ে পালিয়েছে। পরবর্তী সময়ে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল।অবশেষে চোর চক্রকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ।চুরি যাওয়া বিভিন্ন জিনিস পত্র বাজেয়াপ্ত করা হয়েছে।সাথে তিন যুবককে আটক করা হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, ধৃত তিন যুবকের নাম, দীপ ভট্টাচার্য্য(২৩), দীপক সূত্রধর (২৯) এবং আরিয়ান সরকার (১৯) .