পালাক্কাদ, ১৫ এপ্রিল (হি.স.) : কংগ্রেস সরকার ভারতের ভাবমূর্তিকে দুর্বল দেশে পরিণত করেছিল, কিন্তু বিজেপি সরকার ভারতকে শক্তিশালী দেশে পরিণত করেছে। সোমবার কেরলের পালাক্কাদে এক নির্বাচনী জনসভায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, এই লোকসভা নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। কেরলের মানুষ দেখেছে, গত দশ বছরে এনডিএ সরকার সারা বিশ্বে ভারতের বিশ্বাসযোগ্যতাকে শক্তিশালী করেছে।
প্রধানমন্ত্রী যোগ করেছেন, কংগ্রেস সরকার ভারতের ভাবমূর্তিকে দুর্বল দেশে পরিণত করেছিল, কিন্তু বিজেপি সরকার ভারতকে শক্তিশালী দেশে পরিণত করেছে। এখন যখন একজন ভারতীয় উপসাগরে যায়, তখন তাকে সম্মানের সাথে দেখা হয়। যুদ্ধে আটকে পড়া নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনার ক্ষমতা বর্তমান ভারতের আছে। বর্তমান ভারত করোনার মতো মহামারীতে অন্য দেশের উপর নির্ভরশীল না হয়ে, নিজস্ব স্বদেশী টিকা বানিয়ে অন্য দেশকে সাহায্য করে। গত ১০ বছরে যা হয়েছে তা কেবল একটি ট্রেলার, আমাদের এখনও দেশকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে।
কেরলে পর্যটন ক্ষেত্রে প্রচুর সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, “কেরল নিজস্ব পর্যটন সম্ভাবনার পর্যাপ্ত সুবিধা নিতে পারছে না। সেজন্য আগামী পাঁচ বছরে কেরলে পর্যটনের প্রসার ঘটানোর জন্য বিজেপি সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে। বিকশিত ভারতের পরিচয় হবে আধুনিক পরিকাঠামো দিয়ে। এখন দেশে নতুন এক্সপ্রেসওয়ে ও বিমানবন্দর তৈরি হচ্ছে। বিজেপি নিজস্ব সংকল্প পত্রে দেশের চার দিকে (উত্তর, পূর্ব, পশ্চিম ও দক্ষিণ) বুলেট ট্রেন চালানোর ঘোষণা করেছে। পশ্চিম ভারতে আহমেদাবাদ-মুম্বই বুলেট ট্রেনের কাজ প্রায় শেষের দিকে, তারপরে বুলেট ট্রেনগুলি বাকি তিনটি দিকেও চালানো হবে। বুলেট ট্রেন দেশের উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং হাজার হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।”

