আগরতলা, ১৫ এপ্রিল : মোদী সরকার শাসনকালে প্রতিদিন প্রয়োজনীয় নিত্য সামগ্রীর দাম বৃদ্ধি হচ্ছে। গ্যাসের দাম, ঔষধের দাম বৃদ্ধি পাচ্ছে।দেশের বেকারদের জন্য আশানুরূপ কর্মসংস্থান তৈরি করতে পারে নি। তাই বেকারদের স্বার্থ রক্ষা এবং গনতান্ত্রিক পরিবেশ পুনরায় ফিরিয়ে আনার জন্য সারা ভারত ফরওয়ার্ড ব্লক ত্রিপুরা শাখা জনগণের কাছে ইন্ডি জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছে।
সংগঠনের জনৈক নেতা জানিয়েছেন, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ন। দেশ রক্ষার লড়াই। তাই সমস্ত বাধা, বিপত্তি প্রতিকূল পরিবেশকে অতিক্রম করেই জোটবদ্ধ ভাবে গিয়ে ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের জয়ী করতে হবে। ত্রিপুরাতে বিধানসভা নির্বাচনের পর প্রধান বিরোধী দল ছিল তিপরা মথা। বর্তমানে বিজেপি-আই পি এফ টি জোট সরকারে তিপরা মথা সামিল হয়েছে। যারা বিজেপি বিরোধীতা করে নির্বাচনে উপজাতি ভোট পেয়েছিল। তারাই এখন বিজেপির সাথে ক্ষমতা ভাগাভাগি করে ত্রিপুরা সরকারের মন্ত্রিসভায় যোগদান করেছে। আসলে তারা উপজাতিদের উন্নয়ন চায় না। তারা চায় ক্ষমতা। এটাই প্রমানিত। তিপ্রা-মথার নেতারা যে ক্ষমতা পিপাসু তা আরেকবার প্রমানিত হলো। সুতরাং তাদের সমর্থনের বিজেপি প্রার্থীকে ভোট দেওয়া মানেই হবে উপজাতিদের উন্নয়নকে আরও পিছিয়ে দেওয়া।
এদিন তিনি আরও বলেন, দেশে গত দশ বছরের মোদী সরকারের আমলে একনায়কতন্ত্র এবং দ্বৈরতন্ত্রের রাজত্ব কায়েম হয়েছে। দেশের ধর্মনিরপেক্ষ গনতন্ত্র, আর্থিক সার্বভৌমত্ব, সামাজিক ন্যায় ও কেন্দ্র রাজ্য সরকারের যুক্তরাষ্ট্রীয় কাঠামো আজ আক্রান্ত।ইডি সিবিআই তদন্ত সংস্থাগুলো মোদী শাহর হাতে কলুষিত। দেশে এক অপশাসন চলছে। গনতন্ত্র বিপন্ন। অতএব এই অপশাসন থেকে দেশকে