নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল: বটতলা চক্করে অটোর ধাক্কায় গুরুতর আহত হয়েছেন এক মহিলা। জানা যায় বটতলা চক্করে কোলে শিশু কন্যাকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন ওই মহিলা। হঠাৎ করে এক অটো চালক মহিলাকে ধাক্কা মারে। এতে মহিলার পায়ে প্রচন্ড আঘাত পায়। অল্পের জন্যে রক্ষা পায় কোলের শিশুটি।
স্থানীয়রা অটো চালককে আটক করে বটতলা ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেয় এবং আহত মহিলাকে দমকল বাহিনী এসে হাসপাতালে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের অভিমত ওই অটো চালক নেশাগ্রস্থ অবস্থায় ছিল।

