“আসলে ওঁদের ফুটো ভাঁড়’’, কেন্দ্রকে তোপ মমতার

জলপাইগুড়ি, ১৩ এপ্রিল (হি.স.) : জলপাইগুড়িতে প্রচারে গিয়ে নরেন্দ্র মোদীর ‘১৫ লক্ষের প্রতিশ্রুতি’ নিয়ে বিজেপিকে খোঁচা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ‘‘আগের বার এসে বলল, ১৫ লাখ অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। এক লাখও দিয়েছে? আসলে ওঁদের ফুটো ভাঁড়।’’

‘ইন্ডিয়া’ নিয়ে মমতা বলেন, ‘‘কেন্দ্রে আমরা সরকার গড়তে সাহায্য করব। কিন্তু বাংলায় একটি ভোটও সিপিএম বা কংগ্রেসকে নয়। দেশের ক্ষেত্রে বিষয়টা আমরা আলাদা করে বুঝে নেব। এখানে ওরা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে।’’

দীর্ঘমেয়াদি ভোট নিয়ে জলপাইগুড়িতে হতাশার কথা জানান মমতা। বলেন, ‘‘তিন মাস ধরে ভোট কখনও শুনেছেন? পাঁচ বছরের সরকার তিন মাস লোকসভা ভোট, তিন মাস বিধানসভা ভোট, এক মাস পঞ্চায়েত। একটা বছর চলে গেল ভোট করতে। ঘুটি সাজানোর বাবুরা ভেবে দেখেছেন তাহলে কাজ হবে কবে?’’

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দার্জিলিংয়ের টয় ট্রেন হেরিটেজ সম্মান সরায় আমি উদ্ধার করি। মেট্রোর ডিভিশন তৈরি করি। এখন গেরুয়া রঙ লাগাচ্ছে।’

জলপাইগুড়ির সভা শেষে ইন্দ্রনীল সেনকে গান গাইতে বলেন মুখ্যমন্ত্রী। মঞ্চে ডেকে নেন মেয়েদের। তাঁদের হাত ধরে গানের তালে তালে পা মেলান মমতা নিজে।