উদয়পুরের বিজয় রথ থামলো শান্তিরবাজারে, সাব্রুমও জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। উদয়পুরের বিজয় রথ থামালো শান্তির বাজার। দুর্দান্ত ৫ উইকেটে ব্যবধানে এই জয়ের সুবাদে শান্তিরবাজার মূলতঃ গ্রুপের পরবর্তী দুটি ম্যাচের গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। অনূর্ধ্ব ১৫ রাজ্য ক্রিকেটে গ্রুপ ডি থেকে উদয়পুর, শান্তিরবাজার এবং বিলোনিয়ার মধ্যে কোন্ দল সেমিফাইনালে খেলবে তা নির্ভর করছে রান রেটের উপর। তবে এর আগে পরবর্তী ম্যাচে বিলোনিয়াকে অমরপুরের বিরুদ্ধে এবং শান্তিরবাজারকে সাব্রুমের বিরুদ্ধে জয় পেতে হবে। শুক্রবারে উদয়পুরের কেবিআই গ্রাউন্ডে খেলা শুরুতে টস জিতে উদয়পুর প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। সীমিত ৪৫ ওভারে নয় উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে শ্রীমন দেবনাথ সর্বাধিক ৫৯ রান পায়। শান্তির বাজারের দিপায়ন রায় সাত রানে তিনটি উইকেট দখল করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে শান্তির বাজার ১৮ বল বাকি থাকতে পাঁচ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। শান্তির বাজারের আমন দেবনাথ ৪৩ রান সংগ্রহ করে দায়িত্ব পালন করে।

এদিকে, উত্তর বিলোনিয়া স্কুল গ্রাউন্ডের খেলায় টস জিতে সাব্রুম প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত ৪৫ ওভারে পাঁচ উইকেটে ১৯০ রান সংগ্রহ করে। পাল্টা ব্যাট করতে নেমে অমরপুর ২৭.১ ওভার খেলে ৬৯ রানে ইনিংস শেষ করে সাব্রুমের সৈকত মালি সর্বাধিক ৬৬ রান পেলেও সতীর্থ পার্থ দেবনাথ অলরাউন্ড পারফরম্যান্সে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব পেয়েছে। এছাড়া, শুভজিৎ শীল শর্মার ৩১ রান এবং অরিজিত দত্ত ও রাজেশ ভৌমিক এর দুটি করে উইকেট দখল উল্লেখযোগ্য।