আগরতলা, ১২ এপ্রিল : বেসরকারি গেস্ট হাউসে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় ধর্মনগর অফিসটিলা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছেন, বাগবাসা থানাধীন গঙ্গানগর এলাকার বাসিন্দা
শিবা পুরকায়স্থ(২০)-এর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে।সে ত্রিপুরা বেকারি গেস্ট হাউস কর্মরত ছিল। আজ সকালে গেস্ট হাউসে বাথরুম থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। সাথে সাথে গেস্ট হাউসের মালিক ধর্মনগর থানায় খবর পাঠিয়েছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। কিন্তু কি কারণে শিবা পুরকায়স্থ ফাঁস লাগিয়েছে এখনো জানা যায় নি।

