আগরতলা, ১২ এপ্রিল : আগামী ১৬ এপ্রিল নির্বাচনী প্রচারে ত্রিপুরায় আসছেন কংগ্রেস দলের সর্বভারতীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এদিন তিনি দুপুর ২টা নাগাদ আগরতলা বিমানবন্দরে অবতরণ করবেন।তারপর তিনি শহরে ইন্ডি জোটের প্রার্থীদের সমর্থনে রোড শো করবেন। আজ প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন একথা জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন।
এদিন তিনি বলেন, আসন্ন লোকসভা নির্বাচন ধর্ম যুদ্ধের লড়াই। দেশের গণতন্ত্রকে বাঁচাতে হবে।তাই গামী ১৬ এপ্রিল কংগ্রেস দলের সর্বভারতীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর নির্বাচনী রোড শো-কে সাফল্য করতে ইন্ডি জোটের সমস্ত কর্মী থেকে শুরু করে আপামর জনগণকে এগিয়ে আসার আবেদন করেন।
তাঁর দাবি, নির্বাচনী জনসভা করার জন্য গাড়ি পাচ্ছেন না। তাই সর্বভারতীয় নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর নির্বাচনী রোড শো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।