দেশ বাঁচানোর জিগির তুলে এখন রাষ্ট্রভক্ত হয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার : বিপ্লব

আগরতলা, ১২ এপ্রিল : দেশ বাঁচানোর জিগির তুলে এখন রাষ্ট্রভক্ত হয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।আজ তৈবান্দালের নির্বাচনী জনসভায় সিপিএমের বিরুদ্ধে কটাক্ষ করেছেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব।

এদিন তিনি বলেন, কমিউনিস্টের শাসনকালে ত্রিপুরাবাসীর স্বর্ণ যুগ ছিল না। তখন শুধু বামেদেরই স্বর্ণ যুগ চলছিল। কমিউনিস্টরা ভারতীয় রীতিনীতি কিছুই জানে না।ত্রিপুরায় কমিউনিস্ট অস্তিত্ব বাঁচানোর স্বার্থে কংগ্রেসের সাথে আঁতাত করেছে। কিন্তু কেরলে কংগ্রেস ও কমিউনিস্ট একে অপরের বিরুদ্ধে লড়াই করছে।

তাঁর কটাক্ষ, দেশ বাঁচানোর জন্য এখন রাষ্ট্রভক্ত হয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।কমিউনিস্ট রাষ্ট্রের কল্পনাকে মানে না।রাষ্ট্রের সীমানাকে মানে না। এরা শুধু পার্টির সীমানাকে মানে।এখন মানিকবাবু সংবিধান বাঁচানোর জন্য কংগ্রেসের হাত ধরেছেন। শেষ বয়সে হাত চিহ্নে ভোট দেবেন তিনি।

এদিন তিনি জোর গলায় বলেন, ত্রিপুরার একটা লম্বা সময় ধরে কমিউনিস্টের রাজত্ব ছিল। বিগত দিনে কংগ্রেস সিপিএমের আমলে বহু মহিলার ধর্ষণ হয়েছিল।রাজ্যে আশির দাঙ্গা হয়েছিল।বীরচন্দ্র মনুতে সিপিএমের ১২ জন কর্মীকে খুন করেছিল কংগ্রেস।শ্রীধাম পালের গলা কেটে তার মাথা দিয়ে ফুটবল খেলা হয়েছিল। আজ সেই কংগ্রেস সব ভুলে কংগ্রেসের সাথে হাত মিলিয়েছেন।

এদিন শ্রী দেব জিতেন্দ্র চৌধুরীকে একহাত নিয়েছেন। তাঁর কটাক্ষ, জিতেন্দ্র চৌধুরীর ক্ষমতা হয়নি বিধানসভা নির্বাচনে এসটি আসনে প্রার্থী হওয়ার। কারণ, তিনি জনজাতিদের জন্য ২৫ বছরে কিছুই করেনি।তিনি আদা কেলেঙ্কারির নায়ক। ত্রিপুরার মুখ্যমন্ত্রী হওয়ার দিবাস্বপ্নে বিভোর জিতেন্দ্র চৌধুরী। কিন্তু তাঁর মধ্যে সেই যোগ্যতা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *