আগরতলা, ১২ এপ্রিল: অবশেষে ত্রিপুরায় ইন্ডিয়া ব্লকের কংগ্রেস মনোনীত প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে প্রচারে পা মেলালেন প্রবীণ রাজনীতিবিদ সমীর রঞ্জন বর্মন। তাঁর খাসতালুক বিশালগড়ে সিপিএম নেতা ভানুলাল সাহাকে সাথে নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন তিনি। তাতে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে, ১৯৯৩ সালে তাঁর মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে রাষ্ট্রপতি শাসন জারি করে তদানীন্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাও ত্রিপুরাকে সিপিএমের হাতে তুলে দিয়েছিলেন। আজ পুরোনো ক্ষত ভুলে সমীর রঞ্জন বর্মনও সিপিএমের সাথে হাত মেলালেন।
এদিন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন বলেন, সমস্ত মতভেদ ভুলে দেশকে বাচাঁনোর জন্য কংগ্রেসের প্রার্থী আশিস কুমার সাহাকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। পাশাপাশি তিনি জনগণকে ভয় ভীতি ছেড়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্যও আহ্বান জানিয়েছেন।
এদিনের সভায় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের কংগ্রেসের মনোনীত আশিস কুমার সাহা বলেন, বিজেপি সরকার ৬ বছরে একটিও প্রতিশ্রুতি পালন করে নি। দেশকে একনায়কতন্ত্রের পথে পরিচালনা করার ষড়যন্ত্র করছে তারা। এর বিরুদ্ধে জনগণকে লড়াই করতে হবে। তাই লোকসভা নির্বাচনে ইন্ডি জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়লাভ করার জন্য জনগণের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

