আগরতলা, ১২ এপ্রিল: লোকসভা নির্বাচনের বাড়ি বাড়ি ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হয়েছে। আজ ৮৫ বছর ঊর্ধ্ব মহিলা, পুরুষ এবং পি. ডাব্লিই.ডি ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র পরিদর্শনে গিয়ে একথা বললেন ত্রিপুরা পশ্চিম সংসদীয় আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার।
প্রসঙ্গত, গতকাল ও আজ পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসন এবং ৭ রামনগর বিধান সভা কেন্দ্রের জন্য বাড়ি বাড়ি ভোটগ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। তেমনি ১৭ ও ১৮ এপ্রিল পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনের জন্য বাড়ি বাড়ি ভোটগ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মোট ৪৫৮১ জন বাড়িতে থেকে ভোটাধিকার প্রয়োগ করেছেন। তেমনি, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বাড়িতে থেকে ৪৭২০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এদিন জেলাশাসক ডা. বিশাল কুমার বলেন, ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের একজন ভোটার অসুস্থ। তাই তিনি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছিলেন।