আগরতলা, ১২ এপ্রিল: আসাম রাইফেলস এবং ডিআরআই যৌথভাবে অভিযান চালিয়ে মোট ৬২ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে। যার বাজারমূল্য আনুমানিক ২৭.৯ লক্ষাধিক টাকা হবে।
আসাম রাইফেলস এক বিবৃতিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে খবর আসে সিপাহীজলা জেলার কৃষ্ণতুলা এলাকায় বিপুল পরিমাণের গাঁজা মজুত রয়েছে। সেই খবরের ভিত্তিতে আসাম রাইফেলস এবং ডিআরআই যৌথভাবে অভিযান চালিয়েছে। অভিযানে ৬২ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে। যার বাজারমূল্য আনুমানিক ২৭.৯ লক্ষাধিক টাকা হবে।

