রেলের কাটা পড়ে মৃত্যু বৃদ্ধার

আগরতলা, ১২ এপ্রিল : সাত সকালে রেলের কাটা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধা মহিলার। আজ সকালে চড়িলাম কড়ুইমুড়া এলাকার স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলকর্মী মৃতদেহ উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়েছে।সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, আগরতলা থেকে সাব্রুম দ্রুতগামী ট্রেন বিশ্রামগঞ্জ রেল স্টেশন পৌঁছানোর আগে চড়িলাম কড়ুইমুড়া এলাকায় দ্রুতগামী রেলের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছেন দক্ষিণ চড়িলাম কড়ুইমুড়া এলাকার ৬০ বছরের বৃদ্ধা কাজল নমঃ। তাঁর স্বামীর নাম সাধন নমঃ। ঘটনা দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা দ্রুত খবর দিয়েছেন বিশ্রামগঞ্জ থানায় ও দমকলবাহিনীকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে।