আগরতলা, ১১ এপ্রিল: জুয়া বিরোধী অভিযানে সাফল্য অর্জন করলো বাইখোড়া থানার পুলিশ।
আসন্ন লোকসভা নির্বাচনের বিভিন্ন বিধিনিষেধগুলো সঠিকভাবে কার্যকর করতে ও লোকজনদের সুরক্ষা প্রদানে কাজ করে যাচ্ছে বাইখোড়া থানার পুলিশ। বাইখোড়া থানার অধীনে বিভিন্ন অপরাধমূলক কাজদমনে কাজকরেযাচ্ছে ওসি বিষ্ণু চন্দ্র দাস। বৃহস্পতিবার গোপনখবরের ভিত্তিতে কলসী বাজারে ওসি বিষ্ণু চন্দ্র দাসের নেতৃত্বে অভিযান চালানো হয়।
এই অভিযানে কলসী বাজার থেকে জুয়া খেলার সামগ্রী এক বান্ডেল তাস, নগদ ১৪ হাজার ৫০ টাকা সহ ৭ জনকে গ্রেপ্তার করলো বাইখোড়া থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে হাতে একটি মামলা নিলো বাইখোড়া থানার পুলিশ। জানাযায় বাইখোড়া থানার এইধরনের অভিযান প্রতিনিয়ত জারি থাকবে।