সিঙ্গরৌলি, ৬ এপ্রিল (হি.স.): লোকসভা নির্বাচনের প্রচারেও এবার ”এক দেশ, এক ভোট”-এর পক্ষে সওয়াল করলেন প্রতিরক্ষা মন্ত্রী তথা প্রবীণ বিজেপি নেতা রাজনাথ সিং। শনিবার মধ্যপ্রদেশের সিঙ্গরৌলিতে এক নির্বাচনী প্রচারে রাজনাথ সিং বলেছেন, “এক দেশ, এক ভোট” দেশকে শক্তিশালী করবে। জনগণ নিজেদের ভোটের ভালো ব্যবহার করতে পারবেন।”
দেশের আরও উন্নয়নের জন্য বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিনের নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, “এক দেশ, এক ভোট” হর্স ট্রেডিং (ঘোড়া কেনাবেচা) বন্ধ করারও একটি সমাধান। দেশে ‘এক দেশ, এক নির্বাচন’ হওয়া উচিত।”