ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় অব্যাহত চলমান সংঘের। তৃতীয় ম্যাচের মাথায় দ্বিতীয় জয়। প্রথম খেলায় সংহতির কাছে ৬ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরেছিল শতদল সংঘকে সাত উইকেটে হারিয়ে। শনিবার জয়ী হয়েছে মৌচাককে ৮ উইকেটে পরাজিত করে।
মজা করে বলা যায়, চলমানে বেমানান হয়ে গেল মৌচাক ক্লাব। টিসিএ পরিচালিত সমীরণ চক্রবর্তী টি ২০ ক্রিকেট টুর্নামেন্টে শনিবার এমবিবি মাঠে ঘটলো এই ঘটনা। চলমান সংঘ ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো মৌচাক ক্লাবকে। টস জিতে মৌচাক শিবির প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ৭৮ রান। ব্যাটে দলের পক্ষে সর্বাধিক স্কোর গড়ে দীপ্তনু চক্রবর্তী। ২০ রানে সে নট আউট থাকে।এছাড়া প্রীতম দাস ১৩, রিয়াদ হোসেন ১৩ রানে অক্ষত থেকে অতিরিক্তের ৯ রানের পুঁজিকে সঙ্গী করে স্কোরবোর্ডে দাঁড় করায় এই ৭৮ রান। বলে চলমানের পক্ষে রকি তিনটি এবং দুটি করে উইকেট ভাগ করে কৃষ্ণধন নমঃ ও তন্ময় দাসরা। পাল্টা খেলতে নেমে যদিও চলমানের শুরুটা নড়বড়েই হয়। দুজন ওপেনার একজনও সঠিকভাবে ভরসা যোগাতে পারেনি। এই অবস্থায় দলের হাল ধরে তন্ময় দাস ও বিকাশ সিংরা। এই দুজন উইকেট আগলে স্কোরকে রানের অক্সিজেন দিতে থাকে। অবশেষে ১২ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের হয়ে তন্ময় ৩৩ এবং বিকাশ ৩৩ রানে নট আউট থেকে দলকে জয়ের সফলতা এনে দিতে সক্ষম হলেন। তন্ময় পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।