জলপাইগুড়ি, ৬ এপ্রিল (হি. স.) : হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ধূপঝোড়া আঁচল পাড়ায়। মৃতের নাম সাবিত্রী রাই (৮৫)।
নিহতের ছেলে সন্তোষ রায় জানান, তার মা নদীতে গিয়েছিলেন। সেই সময় একটি হাতি আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বন দফতর খুনিয়া স্কোয়াডের কর্মীরা এবং মাতেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায়।
খুনিয়া স্কোয়াডের রেঞ্জার সজল কুমার দে জানান, মেটেলি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে। সরকারি নিয়ম অনুযায়ী মৃতের পরিবার ক্ষতিপূরণ পাবে।