হাইলাকান্দি (অসম) ৬ এপ্রিল (হি.স.) : হাইলাকান্দি জেলার ১৬ টি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সমবায় সমিতির অধীনে থাকা ১১৮৯৫৩ প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড হোল্ডারদের জন্য মার্চ মাসের গমের আটা বরাদ্দ করা হয়েছে । হাইলাকান্দির ডিস্ট্রিক্ট কমিশনার এক নির্দেশে , জেলার গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সমবায় সমিতিকে আগামী ১০ এপ্রিলের মধ্যে নির্বাচিত ফ্লাওয়ার মিল থেকে আটা সংগ্রহ করে গ্রাহক জনগনের মধ্যে বিতরন করতে বলেছেন। রাজ্য সরকার হাইলাকান্দি জেলার প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড হোল্ডারদের জন্য মার্চ মাসের সাব এলোকেশন হিসেবে ২১৪০ ক্যুইন্টল ৫০ কেজি গমের আটা বরাদ্দ করেছেন । খাদ্য সুরক্ষা যোজনা কর্মসূচির অধীনে অগ্রাধিকার পরিবারের কার্ড ধারককে নির্দিষ্ট মূল্যে ১ কেজি ৭০০ গ্রাম করে গমের আটা বরাদ্দ করা হয়েছে ।
2024-04-06