২০ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করিমগঞ্জে, গ্রেফতার দুই

করিমগঞ্জ (অসম), ৬ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জ পুলিশের অভিযানে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দুই মাদক পাচারকারীকে।

করিমগঞ্জ জেলা পুলিশ সদর দফতর সূত্রে প্রাপ্ত খবরে প্রকাশ, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ ভোররাত প্রায় দুটা নাগাদ ফকিরাবাজার এলাকায় অভিযান চালিয়ে সদর থানার পুলিশ দুই যুবকের হেফাজত থেকে ২০ হাজারটি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে সৰ্বকালের রেকর্ড ভেঙে ২১০ কো‌টি টাকার হেরোইন বাজেয়াপ্ত হয়েছিল কাছাড়ের জেলা সদর শিলচরে। এসটিএফ-প্রধান পার্থসারথি মহন্ত এবং কাছাড়ের পুলিশ সুপারের নেতৃত্বে ওই দিন রাতে শিলচরের একটি সড়‌কে অভিযান চালিয়ে প্রায় ২১ কে‌জি হেরোইন উদ্ধার করা হয়েছিল। হেরোইন পাচারের অভিযোগে একজন‌কে গ্রেফতার ক‌রেপু‌লিশ।