আগরতলা, ৫ এপ্রিল: আসন্ন লোকসভা নির্বাচন ও রামনগর উপনির্বাচনকে সামনে রেখে ত্রিপুরায় ভোট প্রচারে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ নেতৃত্বরা। আজ বিজেপির তরফ থেকে তালিকা প্রকাশ করে এই সংবাদ জানিয়েছে।
তাছাড়া রাজ্যে প্রচারে থাকছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় ভূতল পরিবহণ ও মহাসড়ক দফতরের মন্ত্রী নীতিন গডকড়ি, কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সানোয়াল,কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ,মন্ত্রী কিরণ রিজ্জু, অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা , প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সহ আরও নেতৃত্বরা ।