ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাবার বাগান পরিদর্শনে রাবার বোর্ডের আধিকারিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল : গত কয়েকদিন আগে প্রবল ঝড় তুফানের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের বেশ কয়েকটি রাবার বাগান। বুধবার ক্ষতিগ্রস্ত রাবারগুলি পরিদর্শনে আসেন রাবার বোর্ডের ফিল্ড অফিসার।
আজ সকালে তিনি লেম্বু তলী, এনসি নগর, পশ্চিম গোকুলনগর, চাম্পামুরা সহ বেশ কয়েকটি এলাকার রাবার বাগান পরিদর্শন করেছেন।

এতদিন পরিদর্শন শেষে রাবার বোর্ডের ফিল্ড অফিসার জানিয়েছেন এদিন দুপুর পর্যন্ত মোট ১৫ টি রাবার বাগান ঝড় তুফানের জোরে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিদর্শনের দেখা গেছে মোট ২৮ কানি রাবার বাগানের ২২০০ রাবার গাছ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন আরো বেশ কয়েকটি বাগান পরিদর্শন বাকি রয়েছে। পরিদর্শন শেষে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাবতীয় নথি তুলে দেবেন। পরবর্তীতে সেখান থেকে বেনিফিশিয়ারিদের সাহায্য প্রদান করা হবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *