নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৩ এপ্রিল: আসন্ন লোকসভা নির্বাচনে কোনোপ্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে ও সকলে যেন সঠিকভাবে ভোট দিতে পারে তারই লক্ষ্যে রাজ্যে সর্বত্র চলছে ফ্লেগমার্চ। এই কর্মসূচীর মধ্যে বুধবার দক্ষিন জেলার পুলিশ সুপার অশোক সিনহার উপস্থিতিতে বি এস এফ ও সিআরপিএফ জওয়ানদের নিয়ে শান্তির বাজার মহকুমার বীরচন্দ্র মনু ও রাজাপুর এলাকায় অনুষ্ঠীত হয় ফ্লেগমার্চ ।
আজকের এই ফ্লেগমার্চে দক্ষিন জেলার পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমা, শান্তির বাজার থানার ওসি সঞ্জীত লষ্কর, মনপাথর ফাঁড়ী থানার ওসি জয়ন্ত দাস সহ অন্যান্যরা।

