চালসা, ১ এপ্রিল (হি.স.) : সোমবার ভোরে চালসার এক বেসরকারি হোটেলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে পাদ্রী কুঠির বাসিন্দারা পানীয় জলের স্থায়ী সমাধানের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য ওই হোটেলের সামনে জড়ো হন। খবর পেয়ে এলাকায় আসেন জেলা পরিষদের সদস্য রেজাউল বাকী, তৃণমূলের নেতা দীপক ভুজেল। তাঁরা এসে বাসিন্দাদের সঙ্গে কথা বললে তাঁরা ফের সেখান থেকে চলে যান।
জেলা পরিষদের সদস্য রেজাউল বাকী বলেন, এদিন এলাকার বাসিন্দারা পানীয় জলের স্থায়ী সমাধানের আবেদন করতে মুখ্যমন্ত্রীর কাছে এসেছিল। তাঁদের সঙ্গে কথা বলা হয়েছে। পানীয় জলের সমস্যার সমাধানের বিষয়টি জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরকে জানানো হয়েছে।
প্রসঙ্গত, প্রায় বছর চারেক আগে এলাকাবাসীকে পানীয় জলের পরিষেবা দেওয়ার জন্য জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের তরফে কাজ শুরু হয়। কিন্তু কিছুদিন কাজ করার পর হঠাৎ করেই সেই কাজ বন্ধ হয়ে যায়।