নয়াদিল্লি, ১ এপ্রিল (হি. স.): লোকসভা নির্বাচনের আগে কাচাথিভু দ্বীপ বিতর্ক ক্রমশ মাথা চাড়া দিয়ে উঠছে। কাচাথিভু দ্বীপ প্রসঙ্গে এবার কংগ্রেস এবং ডিএমকের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।
তিনি অভিযোগ করেন, কাচাথিভু দ্বীপ শ্রীলঙ্কার হাতে তুলে দিয়েছে কংগ্রেস। আর ডিএমকে কংগ্রেসের সেই কাজকে লুকিয়েছে আমজনতার থেকে। কাচাথিভু দ্বীপের অধিকার যেভাবে শ্রীলঙ্কার হাতে গিয়েছে, তার জন্য কংগ্রেস এবং ডিএমকে উভয়ই দায়ী বলে অভিযোগ করেন শেহজাদ।
উল্লেখ্য, তামিলনাড়ুতে গিয়ে প্রথমবার প্রধানমন্ত্রী মোদী কাচাথিভু বিতর্কে মুখ খোলেন। এরপর থেকেই এই দ্বীপ নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে দক্ষিণের রাজ্যে তামিলনাড়ুতে। কাচাথিভু দ্বীপ প্রসঙ্গে মোদী মুখ খুলতেই এবার কংগ্রেস এবং ডিএমকের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।

