নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.) : দুর্নীতিবাজদের একটি বড় দল রামলীলা ময়দানে দাঁড়িয়ে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে কাঁদবে, রবিবার এই মন্তব্য করেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি।
তাঁকে “আইএনডিআই” জোটের এই মেগা সমাবেশ সম্পর্কে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি বলেন, আজ রামলীলা ময়দানে দাঁড়িয়ে দুর্নীতিবাজদের একটি বড় দল অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারে কাঁদবে। এই দৃশ্যটি একই জায়গায় ঘটবে যেখানে অরবিন্দ কেজরিওয়াল একবার দাঁড়িয়ে এই সমস্ত লোককে দুর্নীতিবাজ বলেছিলেন এবং তাঁদের গ্রেফতারের দাবি তুলেছিলেন। এদিনের ঘটনায় কংগ্রেস এবং অন্যান্য দলের বর্ষীয়ান নেতারা আজ মনে মনে হাসবেন। সেখানে দাঁড়িয়ে থাকা দলটি এদিন মনে মনে ভাববে যে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে যা ঘটেছে তা একেবারেই ঠিকই হয়েছে তার সঙ্গে।