সিনিয়র মহিলাদের ইন্টার জোনাল ক্রিকেটের সেমিফাইনালে ইস্ট-নর্থ, সাউথ-ওয়েস্ট খেলবে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুটি সেমিফাইনাল ম্যাচ ৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আয়োজিত সিনিয়র মহিলাদের ইন্টার জোনাল মাল্টি ডে ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নর্থ জোন খেলবে ইস্ট জোনের বিরুদ্ধে। খেলাটি হবে পুনের ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে। একই সময়ে পুনের আমবি-তে বই ওয়াই পাতিল একাডেমি গ্রাউন্ডে দ্বিতীয় সেমিফাইনাল হবে সাউথ জোন এবং ওয়েস্ট জোনের মধ্যে। দুটি ম্যাচের বিজয়ী দুই দল ৯ এপ্রিল থেকে ফাইনালে খেলবে। এদিকে, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কোয়াটার ফাইনাল ম্যাচে ইস্ট জোন ইনিংস সহ ১২০ রানের ব্যবধানে নর্থ-ইস্ট জোনকে পরাজিত করে সেমিফাইনালে প্রবেশ করেছে। একই সময়ে ওয়েস্ট জোন এবং সেন্ট্রাল জোনের মধ্যে অপর কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ড্র-তে নিষ্পত্তি হলেও প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে ওয়েস্ট জোন সেমিফাইনালে উন্নীত হয়েছে।