মুম্বই, ৩০ মার্চ (হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পয়লা এপ্রিল মুম্বই সফরে যাবেন। এই সফরকালে তিনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের একটি অনুষ্ঠানে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর মুম্বই সফরের জন্য প্রশাসনিক প্রস্তুতিও চলছে জোরকদমে। জানা গিয়েছে, পয়লা এপ্রিল ২০২৪-এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৯০-তম বছরে পদার্পণ করছে। এই উপলক্ষে, মুম্বইয়ের নরিমান পয়েন্টে অবস্থিত ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস(এনসিপিএ)-এ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বাইসহ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে অরাজনৈতিক বলে অভিহিত করা হচ্ছে।
2024-03-30