মুম্বই, ৩০ মার্চ (হি.স.) : শ্বাসকষ্টের সমস্যায় অসুস্থ হয়ে পড়লেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী নবাব মালিক। দমের কষ্ট হওয়ায় নবাব মালিককে কুরলার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবাব মালিকের মেয়ে শনিবার এমনটাই জানিয়েছেন।
শনিবার আচমকাই মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিকের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাকে ক্রিটকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা এখন কেমন রয়েছে, সে বিষয়ে বিশদ কিছু জানা যায়নি।