নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩০ মার্চ: সামাজিক অবক্ষয়ের ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে। বিবাহ বহির্ভূত ঘটনাবলী বৃদ্ধি পাওয়ায় সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাচ্ছে।
শুক্রবার গভীর রাতে ইরানি গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের এক ব্যক্তি বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার কারণে এলাকাবাসীরা ওই ব্যক্তিকে আটক করে উত্তম মধ্যম দিয়ে কৈলাসহর মহিলা থানার হাতে তুলে দেয়।
ঘটনার বিবরণে জানা যায়, ইরানি গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দা নয়ন মালাকার বিগত বেশ কিছুদিন আগে ওই একই এলাকার এক গৃহবধুর সাথে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে তোলে। উক্ত বিষয় নিয়ে প্রতিবাদ করলে নয়ন মালাকারের স্ত্রী নয়ন মালাকারের সাথে তার স্ত্রীকে মারপিট চালায়।
পরবর্তী সময় নয়ন মালাকার চলতি মাসের ৫ তারিখ ওই গৃহবধূকে নিয়ে পালিয়ে যায়। নয়ন মালাকারের স্ত্রী উক্ত বিষয় নিয়ে ইরানি থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে। চলতি মাসের ১৫ তারিখ কৈলাসহর চিনিবাগান এলাকায় এলাকাবাসীরা নয়ন মালাকার এবং তার সাথে থাকা ওই গৃহবধূটিকে আটক করে কৈলাসহর মহিলা থানার হাতে তুলে দেয়।
পরবর্তী সময় সে তার বাড়িতে চলে যায় এবং ওই গৃহবধূটি ও তার নিজ বাড়িতে চলে যায়। অভিযোগ গতকাল ওই গৃহবধূ কৈলাসহর ভটেরবাজার এলাকায় নিজ বাপের বাড়িতে গেলে নয়ন মালাকার গতকাল রাত্রিবেলা ওই গৃহবধুর বাপের বাড়িতে গিয়ে উঠে। এমনকি সেখানে গিয়ে নয়ন মালাকার একাকিত্বের সুযোগ নিয়ে ওই গৃহবধুর সাথে শারীরিক সম্পর্ক করা শুরু করে। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে ওই গৃহবধুর ভাই চিৎকার চেঁচামেচি শুরু করে এবং স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে পরবর্তী সময় তাকে উত্তম মধ্যম দিয়ে কৈলাসহর মহিলা থানার হাতে তুলে দেয়। নয়ন মালাকারের স্ত্রী আজ কৈলাসহর মহিলা থানার দারস্ত হয়।