স্ট্রং রুম এবং ভোট গণনা কেন্দ্র ঘুরে দেখলেন কেন্দ্রীয় অবজারভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ: উমাকান্ত একাডেমির স্ট্রং রুম এবং ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা ও খতিয়ে দেখলেন নির্বাচন কমিশনের কেন্দ্রীয় অবজারভার বিভেক এল ভিমানোয়ার। এদিন উনার সঙ্গে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার।

এদিন কেন্দ্রীয় অবজারভার স্ট্র্যং রুম ও ভোট গননা কেন্দ্রটি ঘুরে দেখা যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখেছেন। পরিদর্শন শেষে তিনি বলেন, যাবতীয় প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক ভাবেই হচ্ছে। নিরাপত্তাও যথেষ্ট আটোসাঁটো রয়েছে।