নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.): জেলে থাকা সত্ত্বেও দিল্লির মানুষের স্বাস্থ্য নিয়ে চিন্তিত অরবিন্দ কেজরিওয়াল। এই মন্তব্য করলেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ। প্রসঙ্গত, ইডি-র হেফাজতে থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন কেজরিওয়াল, কিছুদিন আগেই জল সমস্যার সমাধানের জন্য মন্ত্রী অতিশীকে নির্দেশ দিয়েছিলেন তিনি। এবার স্বাস্থ্য নিয়ে কেজরিওয়াল নির্দেশ দিয়েছেন সৌরভ ভরদ্বাজকে। এই বিষয়ে মঙ্গলবার সকালে এক সাংবাদিক সম্মেলন করে সৌরভ বলেছেন, “ইডি-র হেফাজত থেকেও, মুখ্যমন্ত্রী কেজরিওয়াল দিল্লির মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে চিন্তিত… তিনি চিন্তিত এই কারণে, যে তিনি জেলে থাকায় দিল্লির জনগণ যেন জন্য কষ্ট না পান… মুখ্যমন্ত্রী তথ্য পেয়েছেন, দিল্লীবাসী মহল্লা ক্লিনিকগুলিতে করা পরীক্ষায় অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তিনি আমাকে এই সমাধান করার জন্য পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন… আমি দিল্লির জনগণকে নিশ্চিত করতে চাই, আপনাদের মুখ্যমন্ত্রী জেলে আছেন, তবুও তিনি শুধু আপনাদের কথাই ভাবছেন…”
2024-03-26

