দিল্লির জনগণকে জলের সুব্যবস্থা করে দিতে ব্যর্থ হয়েছে কেজরিওয়াল সরকার : মনোজ তিওয়ারি

নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.) : দিল্লির জনগণকে জলের সুব্যবস্থা করে দিতে ব্যর্থ হয়েছে কেজরিওয়াল সরকার, মঙ্গলবার এই মন্তব্য করেন বিজেপির সাংসদ মনোজ তিওয়ারি। তিনি এদিন বলেন, জেলে যাওয়ার পর কেজরিওয়ালের উপলব্ধি হয়েছে যে তিনি দিল্লাবাসীকে এইসব সুবিধা থেকে বঞ্চিত করেছেন। মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশ্যে একথা বলেন মনোজ তিওয়ারি।

তিনি এদিন আরও বলেন, গ্রেফতার হওয়ার পর কেজরিওয়ালের মনে পড়েছে যে দিল্লিতে জলের সুবিধা দেওয়া হয়নি। এএপি দল কেজরিওয়ালের জেলে যাওয়ার পর সাংবাদিক সম্মেলন করে জানিয়েছে যে দিল্লিতে তাঁরা ওষুধের সঠিক সরবরাহ করেনি। তাঁরা আজ স্বীকার করেছে যে তাঁরা গত ৯-১০ বছরে দিল্লিকে দুর্দশাগ্রস্থ করে অবনতির পথে নিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *