সম্বলপুর (ওডিশা), ২৬ মার্চ (হি.স.): ওডিশার সম্বলপুরে মা সমলেশ্বরী মন্দিরে পূজার্চনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সম্বলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধর্মেন্দ্র প্রধান। মঙ্গলবার সকালে যথোচিত ধর্মীয় মর্যাদায় মা সমলেশ্বরী মন্দিরে পুজো দেন ধর্মেন্দ্র প্রধান। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। মন্দিরের গর্ভগৃহে মা সমলেশ্বরীর পুজো দেন তাঁরা।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “দেবী সমলেশ্বরীর মন্দির দেশের অন্যতম প্রধান ধর্মীয় স্থান। এখান থেকে প্রার্থী হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি।” প্রধান আরও বলেছেন, “গতকাল, আমি (পুরীতে) ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করেছি। আজ আমি এখানে সমলেশ্বরী মন্দিরে প্রার্থনা করতে এসেছি। আমি আত্মবিশ্বাসী যে দেবী সমলেশ্বরী আমাকে এবং প্রধানমন্ত্রী মোদীকে আশীর্বাদ করবেন।” মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি স্থানীয় মানুষজনের সঙ্গেও এদিন কথা বলেছেন ধর্মেন্দ্র প্রধান।

