ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বোধজং স্কুল এলামনির কার্যকরী কমিটি পুনর্গঠিত হয়েছে। গত ২৪ মার্চ, রবিবার বোধজং স্কুল এলামনির অফিস কক্ষে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনের পর সর্বসম্মতিক্রমে কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে। সভাপতি প্রদীপ ভৌমিকের পৌরহিত্যে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সম্মেলনে সম্পাদক মানব কর্মকার এবং কোষাধ্যক্ষ হারাধন পাল যথাক্রমে সম্পাদকীয় প্রতিবেদন এবং বার্ষিক আয়-ব্যয়ের হিসেব নিকেশ পেশ করলে উপস্থিত অর্ধশতাধিক সদস্যবৃন্দ আলোচনায় অংশ নেন এবং সবশেষে সেগুলো অনুমোদিত হয়। পরে সুবল দেবনাথ, চীনু রঞ্জন সাহা এবং ক্ষিতীশ চন্দ্র দেবনাথ কে নিয়ে গঠিত সভাপতি মন্ডলী গণতান্ত্রিক পদ্ধতিতে সর্ব সম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করেন। পুনর্গঠিত কমিটিতে সভাপতি, সম্পাদক এবং কোষাধ্যক্ষ হিসেবে যথাক্রমে দিলীপ কুমার পাল, ভাস্কর সাহা এবং হারাধন পাল প্রমূখ মনোনীত হয়েছেন। ২০২৪-২৬ এই দুই বছরে ১৫ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত কমিটির পক্ষ থেকে ক্রীড়া সহ বিভিন্ন বিষয়ভিত্তিক আয়োজনে এলামনির সদস্যদের আরও বেশি সম্মীলনের উদ্যোগ নেবে বলে আশা ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।
2024-03-26