ভস্ম আরতির সময় মহাকাল মন্দিরের গর্ভগৃহে আগুন লাগার ঘটনাটি দুর্ভাগ্যজনক : মোহন যাদব

ভোপাল, ২৫ মার্চ (হি.স.) : উজ্জ্বয়িনীর মহাকাল মন্দিরের গর্ভগৃহে আগুন লাগার ঘটনাটি দুর্ভাগ্যজনক, সোমবার এই মন্তব্য করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি এদিন এক্স-এ পোস্ট করে লিখেছেন, “ভস্ম আরতির সময় মহাকাল মন্দিরের গর্ভগৃহে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুর্ভাগ্যজনক। আমি সকাল থেকেই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। বর্তমানে সবকিছুই নিয়ন্ত্রণে রয়েছে। আমি সকল আহতদের দ্রুত সুস্থ হয়ে উঠার জন্য বাবা মহাকালের কাছে প্রার্থনা করছি।”

উল্লেখ্য, সোমবার সকালে মহাকাল মন্দিরে ভস্ম আরতির সময় আগুন লেগে ১৬ জন পুরোহিত ও সেবক গুরুতর আহত হন। গুরুতর আহত ৮ জন পুরোহিতের ইন্দোরে চিকিৎসা চলছে।