নয়াদিল্লি, ২৫ মার্চ (হি. স.) : সোমবার রঙের উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। রাজনীতিকরাও তার ব্যতিক্রম নয়। তাঁদের অনেকেই এদিন লোকসভা ভোটের জন্য জনসংযোগ সেরে নিয়েছেন। যেমন দেখা গেল বিজেপির সাংসদ মনোজ তিওয়ারিকে। ছিলেন একঝাঁক কর্মী সমর্থক পরিবৃত হয়ে। তারমধ্যেই হঠাৎ গান গেয়ে বিরোধীদের কটাক্ষ ছুঁড়ে দিলেন তিনি।
গাইলেন, ”কোয়ি খেলে রেল মে, কোয়ি খেলে জেল মে”। গানের এই কলি গেয়ে বিরোধীদের কটাক্ষ করতে শোনা যায় বিজেপি সাংসদকে। প্রসঙ্গত আবগারি দুর্নীতি মামলায় সম্প্রতি ইডি গ্রেফতার করেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। যা নিয়ে এবার রঙের উৎসবে কটাক্ষ করতে শোনা গেল বিজেপির সাংসদ মনোজ তিওয়ারিকে।