ভুবনেশ্বর, ২৫ মার্চ (হি. স.): রবিবার পঞ্চম দফায় দেশের মোট ১১১টি লোকসভা আসনে বিজেপি প্রার্থী ঘোষণা করে। তাতে ওডিশার ১৮টি লোকসভা আসনের প্রার্থীদের নামও ঘোষণা করা হয়। ওডিশায় নবীন পট্টনায়েকের বিজু জনতা দলের সঙ্গে আসন সমঝোতা থেকে শেষ মুহূর্তে পিছিয়ে আসে বিজেপি। এবার তারা একাই সব আসনে লড়বে।
যদিও প্রার্থী ঘোষণার পরেই কিছু কেন্দ্রে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। বালাসোরে বিজেপির প্রভাবশালী নেতা খারাবেলা সোয়াইন নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবেন বলে জানান। বালাসোরে গতবারের জয়ী তথা কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ চন্দ্র সারেঙ্গিকে ফের প্রার্থী করেছে বিজেপি। গতবার তিনি জিতেছিলেন মাত্র ১৩ হাজার ভোটে। ফলে বিজেপির কেউ নির্দল হয়ে দাঁড়ালে এখানে পদ্ম শিবিরের ধাক্কা খাওয়ার সম্ভাবনা।

