নতুন দেশ নির্মাণে যুবাদের ভূমিকা অপরিসীম : বিপ্লব

আগরতলা, ২৩ মার্চ : নতুন দেশ নির্মাণে যুবাদের ভূমিকা অপরিসীম। কিন্তু ত্রিপুরার যুবকরা দিনে দিনে নেশায় আসক্ত হয়ে পড়ছে। নেশা সেবনের ফলে রাজ্যের প্রায় তিন হাজার যুবক এইডসে আক্রান্ত। আজ বিজেপি যুব মোর্চার রাজ্য উদ্যোগে আয়োজিত জনসভায় উদ্বেগ প্রকাশ করে একথা বলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব।

এদিন তিনি বলেন, যুবারা নতুন ত্রিপুরা নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ত্রিপুরার যুবারা নেশায় আসক্ত হয়ে পড়ছে। একবার জীবন শেষ হয়ে গেলে দেশসেবার কাজে নিয়োজিত হতে পারবে না।

এদিন তিনি রাজ্যের যুবাদের প্রতি আহ্বান জানিয়েছেন, নেশা সেবন থেকে তাদেরকে বিরত থাকতে।

এদিন তিনি বলেন, নতুন ত্রিপুরা নির্মাণের জন্য ২০১৮ সালে যে কাজ শুরু করেছিলাম আজ মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা তা এগিয়ে যাচ্ছে। আমি চাই ত্রিপুরার যুবকরা নতুন ত্রিপুরা গড়ার সংকল্পে এগিয়ে আসুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *