অভিনেতা পার্থ সারথি দেবের প্রয়াণে শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২৩ মার্চ (হি.স.) : অভিনেতা পার্থ সারথি দেবের প্রয়াণে এক্স হ্যান্ডলে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী লিখেছেন, “বিশিষ্ট ও বর্ষীয়ান অভিনেতা পার্থ সারথি দেবের মৃত্যুতে দুঃখিত। তার চলে যাওয়া আমাদের নিঃস্ব করে দিয়েছে। শিল্পীর পরিবার, বন্ধুবান্ধব ও ভক্তদের প্রতি আমার সমবেদনা রইল।”

৪৩ দিনের লড়াই শেষ ! না ফেরার দেশে বর্ষীয়ান টলি অভিনেতা পার্থ সারথি দেব। দীর্ঘদিন ধরেই সিওপিডি-র সমস্যায় ভুগছিলেন প্রবীণ অভিনেতা। গত মাসে অসুস্থ হয়ে পড়েন। ধরা পড়ে বুকে সংক্রমণ ও নিউমোনিয়া। পার্থ সারথি দেবের চিকিৎসার দায়িত্ব কাঁধে নিয়েছিল আর্টিস্ট ফোরাম। ফোরামের তরফেই শুক্রবার গভীর রাতে জানানো হয়, রাত ১১.৫০ মিনিটে প্রয়াত হয়েছেন অভিনেতা। গত ৯ই ফেব্রুয়ারি থেকে এমআর বাঙুরে চিকিৎসাধীন ছিলেন তিনি। ছিলেন ভেন্টিলেশন সাপোর্টে।