নয়াদিল্লি, ২৩ মার্চ (হি.স.) : দেশকে যক্ষ্মামুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, শনিবার দিল্লিতে এমনটাই মন্তব্য করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যক্ষ্মা দিবসের আগের দিন তিনি বলেন, সর্বপ্রথমে রোগটির শনাক্তকরণ করতে হবে, তারপর চিকিৎসার মাধ্যমে রোগটিকে সারিয়ে তুলতে হবে। সবশেষে রোগটি কীভাবে থামানো যায় তার চেষ্টা করতে হবে। প্রতি বছর ২৪ মার্চ পালিত হয় বিশ্ব যক্ষ্মা (টিবি) দিবস।
তিনি ভারতকে যক্ষ্মামুক্ত করতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। রাষ্ট্রপতি আরও বলেন, আমি জেনে আনন্দিত যে প্রতিবছর যক্ষ্মা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৪ মার্চ ‘বিশ্ব যক্ষ্মা (টিবি) দিবস’ পালিত হয়। তিনি এদিন আরও বলেন, এর লক্ষ্য হল টিবির প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করা, রোগ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি করা এবং এর বিরুদ্ধে লড়াই করার চেষ্টাকে উৎসাহিত করা।