মৃত্যু ঘিরে অশান্তি চুঁচড়ায়, বাড়ি ভাঙচুর

হুগলি, ২৩ মার্চ (হি.স.) : সামান্য বিষয় নিয়ে ঝামেলার জেরে মদ্যপ আত্মীয়কে মাথায় বাঁশ দিয়ে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চুঁচুড়া শহরের মোগলটুলি এলাকায়।

বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দেওয়ায় চুঁচড়া থানায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও। শনিবার চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় জখম ব্যক্তির মৃত্যু হওয়ার পরই হাসপাতালের সামনে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের পরিবারের সদস্য ও পরিচিতরা।

ঘটনাটির সূত্রপাত হয় গত ১৮ মার্চ সোমবার। ওইদিন বিকেলে মোগলটুলি এলাকায় সাইকেল চালিয়ে যাওয়ার সময় আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে পড়ে যান বছর ৪৪-এর অমল খান নামে এক ব্যক্তি। আর তারপরই অকথ্য ভাষায় শুরু করে গালাগালি।

এর জেরে ওই এলাকায় থাকা মাজিদ আনসারি নামে তাঁরই এক আত্মীয়ের সঙ্গে শুরু হয়ে যায় বচসা। পরে হাতাহাতি থেকে লেগে যায় তুমুল মারামারি। এর মাঝেই রাস্তার ধারে পড়ে থাকা একটি খেঁটো বাঁশ দিয়ে অমলের মাথায় সজোরে আঘাত করার অভিযোগ ওঠে মাজিদ আনসারির বিরুদ্ধে। তার ফলে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে যান অমল।

এইভাবে বেশ কিছুক্ষণ পরে থাকার পর স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ইমামবাড়া হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।

বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে মোগলটুলি এলাকায়। অমলের পরিচিত ও স্থানীয়দের একাংশ গিয়ে অভিযুক্ত মাজিদ আনসারির বাড়িতে গিয়ে শুক্রবার ভাঙচুর চালায়। এরপর শনিবার সকালে ইমামবাড়া হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাকালীন মৃত্যু হয় অমল খানের। আর তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নিমিষে উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে।