আগরতলা, ২২ মার্চ : আজ রাজপথে মিছিল সংগঠিত করে ৭ রামনগর কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট তথা ইন্ডি জোটের মনোনীত প্রার্থী রতন দাস মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদিন সদর সাব ডিভিশন অফিসে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন জমা দিয়েছেন তিনি। এদিন মিছিলে উপস্থিত ছিলেন ইন্ডিয়া জোটের বার্তা নিয়ে কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ কংগ্রেসের কর্মী সমর্থকরা যোগদান করেছেন।
এদিন রাজধানীর দুর্গা চৌমুহনী থেকে সুবিশাল মিছিল করে সিপিআইএম প্রার্থী রতন দাস মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদিন মনোনয়ন পত্র জমা দিয়ে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, লোকসভা নির্বাচন দেশকে রক্ষার করার নির্বাচন। দেশ থেকে মোদী সরকারকে হটানোর সংগ্রাম।এদিন তিনি বলেন, দীর্ঘদিন ৭ রামনগরে বিধায়ক ছিলাম। আজ জনগণের সেবা করার জন্য সিপিএম পুনরায় আমাকে প্রার্থী হিসেবে বাছাই করেছেন।

