ত্রিপুরায় জাতি জনজাতি মিলে একাকার : মুখ্যমন্ত্রী

আগরতলা, ২২ মার্চ : ত্রিপুরায় জাতি জনজাতি মিলে একাকার হয়ে গিয়েছে। লোকসভা নির্বাচনে বিরোধী দলের কাছে লড়াই করার জন্য কোনো ইস্যু নেই। আজ বাধারঘাট বিধানসভা কেন্দ্রের চারিপাড়ায় থেকে সুবিশাল পদযাত্রায় অংশগ্রহণ করে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি একজোট হয়ে মাঠে নেমে পড়েছে। প্রতিদিনই প্রার্থীদের সমর্থনে প্রচার কর্মূসচি পালন করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে আজ বাধারঘাট মন্ডলের উদ্যোগে এক সুবিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছে। এদিনের পদযাত্রায় পা মিলিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা, বিধায়িকা মীনারানী সরকার, আগরতলা পুর নিগমের মেটোর দীপক মজুমদার সহ অন্যান্যরা।

এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। তিনি নিশ্চিত তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই হবেন, তা শুধু সময়ের অপেক্ষা।

এদিন তিনি আরও বলেন, দেশকে বাঁচাতে চাইলে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করে তুলতে হবে। এর জন্য ত্রিপুরায় দুইটি লোকসভা আসনে জনগণকে পদ্মফুল” চিহ্নে বোতাম টিপে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান জানিয়েছেন।