ইউটিউবার এবং বিগ বস ওটিটি টু জয়ী এলভিশ যাদবকে জামিন আদালতের

নয়ডা, ২২ মার্চ (হি.স.) : ইউটিউবার এবং বিগ বস ওটিটি টু বিজয়ী এলভিশ যাদবকে জামিন দিয়েছে আদালত। শুক্রবার এলভিশের আইনজীবী এই তথ্য জানিয়েছেন। শুক্রবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়হিন্দ কুমার সিং এলভিশ যাদবের জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, এলভিশ যাদব রিয়েলিটি শো বিগ বস ওটিটি টু জিতেছিলেন। পার্টিতে ড্রাগ হিসাবে সাপের বিষের ব্যবহারের তদন্তের জন্য ১৭ মার্চ নয়ডা পুলিশ তাকে গ্রেফতার করেছিল।